সব কিছু যখন খুবই অসস্তিকর লাগে, তখন মনে হয়, একছুটে পালিয়ে যাই এই শহর থেকে কোথায় দূরে,কোনো পাহাড়ে । ওই পাহাড়ের দেবদারু গাছের ছায়ায়, যেখানে গাছের ফাঁক দিয়ে মেঘ ও সূর্যের লুকোচুরি দেখতে পাওয়া যায়, ঠিক এমন একটি গাছের তলায় আমার সমস্ত জমে থাকা ক্লান্তি এক নিমিষে ঝেড়ে ফেলতে চাই।সম্পূর্ণ

অবশেষে ইগো সরিয়ে একজন আলতো করে হাতটা রাখল অন্যের হাতের ওপর। নিমিষে অভিমান গলতে থাকে অপর পক্ষের, নতুন করে আবার শুরু করতে চাওয়া সবকিছু। সম্পূর্ণ

।ডাইরিটি আজ খুলতেই হাতে আসে সেই শুকিয়ে যাওয়া কাঠগোলাপের ডাল। তা দেখেই যেনো অদ্ভুত এক শিহরণ কারণ আজ অনেক দিন পর আমার বাগানে সেই কাঠগোলাপটি ধরেছে।সম্পূর্ণ