“আজকের এই দিনে তোমাকে ভালোবাসি তা করেছিলাম প্রকাশ,
বন্ধু হয়ে থাকবে আজীবন দিয়েছিলে এ আশ্বাস।
আজ আমাদের মাঝে নেই যোগাযোগ, নেই আর বন্ধুত্ব,
তোমার আর আমার মাঝে আজ
এক আকাশ দূরুত্ব।
সম্পূর্ণ

“২৫ জানুয়ারি,আমার জীবনের এক স্মৃতিময় দিন,
যেদিন আমি তার নয়নসাগরে হলাম বিলীন।
সে মাস্ক পড়ে নিজের চেহারা রেখেছিলো আবৃত,
কিন্ত তার দুচোখ আমায় করেছিলো আকর্ষিত।
মায়াবী তার আঁখিযুগল হ্রদয়কাড়া তার চাহনি,
তার রুপে বিমুগ্ধ হয়ে নজর সড়াতে পারিনি।
সম্পূর্ণ