নক্ষত্র ও আমি
আমি নক্ষত্রের মতো চেয়ে থাকি
দূরের মায়াবী ক্যানভাসে
নীল আকাশ, নীল জল ছুঁয়ে
যখন অন্ধকার নামে।সম্পূর্ণ
আমার একটা শহর ছিলো
শিমুলের সবুজ পাতার ফাঁকে
জোনাকির আনাগোনা,
সুরের পাখি কুকিলের বসন্ত গান।
দূরের ল্যাম্প পোস্টের মিটিমিটি আলোর রশ্মি,
উজানে মাঝির দাঁড়টান
ডুবে যেতো হাজার বছরের ক্ষত।সম্পূর্ণ
তোমার আঙ্গিনা
আমি চেয়ে থাকি ঐ দূরের আকাশে
মেঘ হয়ে তোমার দৃষ্টির সীমানায়
আমি প্রজাপতি হয়ে উড়ে যাই
তোমারই আঙ্গিনায়।সম্পূর্ণ
যখন সন্ধ্যা নামে
জোনাকগুলো নিভুনিভু আধাঁরে
আলো জ্বেলে হারিয়ে যায়
রাতের আধাঁরে।
যখন সন্ধ্যা নামে
নীড়ে ফিরে যাওয়ার ছুটাছুটি
আনবরত অনন্ত আদি।সম্পূর্ণ
চিঠি বিরহ (২)
চিঠি বিরহ (২) প্রিয়তা কেমন আছো ? আজো কি সেই আগের মতো লালগোলাপ খোপায় গাঁথ।সম্পূর্ণ
কাছাকাছি (গান)
আনমনে কোন এক বিকেলে
উদ্দেশ্যহীন অভিযান।
তোমার স্পর্শে ভুলে যাবো
সব অভিমান।
হয়তো তুমি ব্যস্ত তখন
তোমারই খেয়ালে।
রঙীন স্বপ্ন গুলো এঁকে যাও
মনেরই দেয়ালে।সম্পূর্ণ
শহুরে জীবন (গান)
অনাদরে অবহেলায় হারিয়ে
যায় মায়ের চিরকুট।
এই শহুরে জীবন চলছে
অবিরাম কালের স্রোত।সম্পূর্ণ
মনের স্টেশন (গান)
নিস্তব্ধ নিরানন্দ নীলাকাশ
কিছু প্রজাপতি উড়ে উড়ে যায়
মুগ্ধতা ছড়িয়ে বাগান বিলাস
মনের নাটাই ঘুড়ি উড়ায়।
সম্পূর্ণ
তোমার ছোঁয়া (গান)
তুমি আমার স্বপ্ন ঘুড়ি
উড়ো হৃদয় ক্যানভাসে
ভালোবাসার এক বিকেলে
উড়বো তোমায় নিয়ে।
সম্পূর্ণ