ব্যাথার দান!
2021-10-12
অবশেষে তিনি মোরে বিরহের মতো শান্তি দিয়েছিল!
আজও সেই দান চিতের দহনে মহীয়ান।সম্পূর্ণ
মম হৃদয় মন্দিরে!
2021-10-09
এ হৃদয় তোমারি মিলনসুধায়-
যে অমৃত লভিতে চায়,
বিরহে তাহা মধুর করিয়া
পরাণ খানি লইব ভরিয়া; সম্পূর্ণ