তোমাদের প্রেম হোক
2022-01-05
তোমাদের প্রেম হোক
এই শহরের আকাশে উড়ে বেড়াক,
দুই অবুঝ তোতাপাখি।
মনে মনে সন্ধি হোক
আঁখি তে রেখে আঁখি। সম্পূর্ণ
তোমাদের প্রেম হোক
এই শহরের আকাশে উড়ে বেড়াক,
দুই অবুঝ তোতাপাখি।
মনে মনে সন্ধি হোক
আঁখি তে রেখে আঁখি। সম্পূর্ণ
আমি অধম আজ তোমার দেখা পেয়ে বেহায়ার মতো চেয়ে আছি একদৃষ্টে।
অথচ আজ আমার স্থানে অন্য কেউ জুড়ে আছে তোমার আষ্টেপৃষ্টে।
সম্পূর্ণ