দেখেবে যখন তোমার প্রিয় নীল চুড়িগুলো
রেখেছি তোমার অগোচরে
”পাগল একটা” বলে একটু হেসে নিও।
এমনি করে তোমায় ভালবাসবো
এইটুকু অধিকার দিও।সম্পূর্ণ