পাল্কী চলে!পাল্কী চলে!গগন-তলেআগুন জ্বলে! স্তব্ধ গাঁয়েআদুল গায়েযাচ্ছে কারারৌদ্রে সারা ময়রামুদিচক্ষু মুদি’পাটায় ব’সেঢুলছে ক’ষে। দুধের চাঁছিশুষছেসম্পূর্ণ

ছিপখান তিন-দাঁড় – তিনজন মাল্লা চৌপর দিন-ভোর দ্যায় দূর-পাল্লা!          পাড়ময় ঝোপঝাড়          জঙ্গল-জঞ্জাল,          জলময় শৈবাল          পান্নার টাঁকশাল | কঞ্চির তীর-ঘর ঐ-চর জাগছে, বন-হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে|          চুপ চুপসম্পূর্ণ