যুগের সুহৃদ সূর্য্য তুমি বেজে উঠো ফজরের
মাইকের মতো সুরে। কসম অগণিত নারীর
হিংসা অথবা মৃত্যুর অনুরুপ বিপরীত জীবন;
খোদা তুমি লিখে রাখো, নত হতে পারে না
আমার রক্তাক্ত অনশণ, স্বাক্ষী এই কবিতা-
‘পৃথিবীতে দাস হতে আসি নাই’।সম্পূর্ণ