মোড়লদের শক্তির হুংকারে নাজেহাল বিশ্ব
কেন প্রাণ ঝরে যায় উত্তর দিচ্ছে না কেউ তো,
মাটির মূল্য বাড়ছে নিত্য
মানুষের মূল্য দিনকে দিন পড়ন্ত।
মুখে মুখে গান গাই মানবতার
আসলে মানুষ নয়, আমার শুধু ভূখণ্ডের দরকার।সম্পূর্ণ

রূপের স্রষ্টা তো ব্যক্তি নিজে নয়,
আন্ধার বলে আক্রমণ করার রীতি কী নিজের সাথে যায়?
কালো তো মন্দ নয়,নয় কোনো অভিশাপ
চামড়া ফর্সা, কালো- র বৈরিতা যুগে যুগে থাকবেই,
তুমি তোমার মতো করে সুন্দর, অন্যরা তাদের মতো করে।সম্পূর্ণ

এ মাটির বুকে কত মহাপুরুষ, বীরপুরুষ, কাপুরুষ হেঁটেছে,,,,,,কত রূপসী রমণী,,,
মাটির গন্ধ কান দিয়ে শুনে দেখো,
বলবে- সবগুলারে খুব করে গিলে খেয়েছি,তোমারেও একইভাবে…..সম্পূর্ণ