আমি কেন রোবট হলাম
একটা কোলাহল, ভবঘুরে মোমপাখালীর ডানার মত সময় তখন, আমি অগণিত মানুষকে কবিতা ভেবে তাদের পড়তেসম্পূর্ণ
একটা কোলাহল, ভবঘুরে মোমপাখালীর ডানার মত সময় তখন, আমি অগণিত মানুষকে কবিতা ভেবে তাদের পড়তেসম্পূর্ণ
আমি এপ্রিলকে ঘৃণা করি
বিশাল সমুদ্রের হিংস্রতার মত
খুনির আঘাতে বারবার রক্তাত্ব ছুরির মত
অধিকার হারানোর যন্ত্রনার মতসম্পূর্ণ
স্কুল পালিয়েছি বহুবার
বিবর্ণ দেওয়াল পার করে
বিদ্যুৎ বেগে চেতনাহীন অলিতে গলিতে।
গল্পের পরে গল্প হয়েছে
উত্তেজনার ঝংকার হয়েছে
প্রতিযোগিতা হয়েছে মাছরাঙার সাথে
উড়ে বেড়াবার।সম্পূর্ণ
আমি ইচ্ছে করে আসিনি
আমি ইচ্ছে করে যাবনা
আমি বাবার হাতের ধাক্কায়
সমুদ্রের সবচেয়ে বড় ঢেউ হতে চাই
আমি হতে চাই
মায়ের আদরে থাকা
পৃথিবীর সবচেয়ে সুদর্শন সৃষ্টি।
সম্পূর্ণ
তুমি বাইজেন্টাইন,
ভাস্কর্যের মধ্যে বন্ধী কারুকাজ,
শহরের উষ্ণতম সন্ধ্যা
মাঝে মধ্যে তুমি দর্শন।
সম্পূর্ণ
পৃথিবীর সকল পাপের মাশুল দিতে আসে ক্যাকটাস,
যারা আমাকে কাপুরুষ বলে।
সম্পূর্ণ
আমি দেখতে চাই
খুনির হাতে কলম
আফিমখোরের হাতে গোলাপ
দুর্ভিক্ষের পরে হাসি
মৃত্যুহীন পৃথিবী।সম্পূর্ণ
যেখানে আগুনে পুড়ে গেছে অর্ধেক বয়স
সেখানে তোমাকে ভীষণ ভীষণ প্রয়োজন।সম্পূর্ণ
তবে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি এক একটা কবিতা ভাবা হয়,
তাহলে আইনস্টাইন শ্রেষ্ঠ কবিতার নাম হতো কি?নাকি মুহম্মদ?সম্পূর্ণ