স্কুল পালিয়েছি বহুবার
বিবর্ণ দেওয়াল পার করে
বিদ্যুৎ বেগে চেতনাহীন অলিতে গলিতে।
গল্পের পরে গল্প হয়েছে
উত্তেজনার ঝংকার হয়েছে
প্রতিযোগিতা হয়েছে মাছরাঙার সাথে
উড়ে বেড়াবার।সম্পূর্ণ

আমি ইচ্ছে করে আসিনি
আমি ইচ্ছে করে যাবনা
আমি বাবার হাতের ধাক্কায়
সমুদ্রের সবচেয়ে বড় ঢেউ হতে চাই
আমি হতে চাই
মায়ের আদরে থাকা
পৃথিবীর সবচেয়ে সুদর্শন সৃষ্টি।
সম্পূর্ণ