ভুলতে বসি প্রাণের দহন
ভুলতে বসি আহ্বানহীন জোছনা
ভুলতে বসি পতিত ফুলের পচন
ভুলতে বসি তোমার আমার নিস্পৃহ কথন।
ভুলতে বসি বিসর্জন আজ, ভাসান যাত্রা শুরু হয়েছে।সম্পূর্ণ