পৃথিবীর রং
2024-03-17
বোঝেনা সে রংহীন পৃথিবীও আছে পৃথিবীতে
বোঝেনা সে দুমড়ে মুচড়ে যাওয়া সদ্য যৌবন
ভাসবে পুরোনো দীঘির স্তব্ধ জলে ।।সম্পূর্ণ
বোঝেনা সে রংহীন পৃথিবীও আছে পৃথিবীতে
বোঝেনা সে দুমড়ে মুচড়ে যাওয়া সদ্য যৌবন
ভাসবে পুরোনো দীঘির স্তব্ধ জলে ।।সম্পূর্ণ
ভুলতে বসি প্রাণের দহন
ভুলতে বসি আহ্বানহীন জোছনা
ভুলতে বসি পতিত ফুলের পচন
ভুলতে বসি তোমার আমার নিস্পৃহ কথন।
ভুলতে বসি বিসর্জন আজ, ভাসান যাত্রা শুরু হয়েছে।সম্পূর্ণ