হে কবি তুমি কি লিখতে পারবে –
অসহায় সম্বলহীণ হা-ভাতে থাকা মানুষের বেদন,
লিখতে পারবে দুঃখিনী মায়ের যন্ত্রণার রক্তক্ষরণ।
লিখবে কি আমার বোনের অত্নহত্যার ইতিহাস।সম্পূর্ণ

এখনে আর থাকেনা গুছানো
বাড়ির মত আমার বিছানা,
আমি যে বালিশে মাথা গুজে পরে থাকি
তোমার ডাকের অপেক্ষায়।সম্পূর্ণ