বন্দিনী সময়
সেই গ্রাম,ডাকাতিয়া নদী,সবুজ বালিকার দুলে ওঠা বেণীর আলপথ ছেড়ে এসে
অশ্লীল নগরে প্রবেশের পর,এই প্রথম আমরা অদৃশ্য ইঙ্গিতে থামলাম।সম্পূর্ণ
নিম্নবিত্ত
একবার মঞ্জুরী তার নকশী রুমালে লিখেছিলঃ ‘ভুলনা আমায়।’ তারপর
সব ভুলে– সব পথ ভুলে– তলিয়ে গিয়েছিল কোনও এক শ্যামাঙ্গের বুকের ভেতর।সম্পূর্ণ
যদি চলে যাই
কড়ি’র বাটিতে তুলে রাখা ভালোবাসা,
তাবিজ মোড়ানো গোপনীয় কিছু আশা
মন– সে তো এক অমরতা-প্রিয় পাখি
যদি উড়ে যাই, পালকে ঢাকিও আঁখিসম্পূর্ণ
কাল মহাকাল- ২
মায়ের হাতের মাটি-লেপা ঘর ভেঙ্গে চুরমার
করিয়া গহীন হৃদয়ে আমার দারুণ আকাল–
পুঁতিয়া এখন খোঁজো তবে কোন সোনার হরিণ ?সম্পূর্ণ
কাল-মহাকাল-১
ডাকাতিয়া নদীটির পাড়ে গেলে মন ভাঙে কার?
‘ভালোবাসা’ হয় যার তারে ডাকে জোনাকি-আঁধারসম্পূর্ণ
ফাইলবন্দী শোক
আমার যে বোনটি সৌরভুবন বিদীর্ণ করে বিলাপ করলো, সে খুঁজে পাবে না আর শিশুটির দেহ–
যে-দেহে ঝুনঝুন করে বেজেছিল চুড়িহাট্টা থেকে কিনে দেয়া কয়েকটি ঝিলমিল চুড়ি– সাতরঙা স্নেহ।সম্পূর্ণ