তুমি বললে ঝর্ণা হব, তুমি বললে নদী
তুমি বললে বুনো শালিক হব মরণ অবধি।
তুমি বললে আকাশকুসুম ভাববো আমি বসে
তুমি বললে এ জন্ম আমি লিখে দিতে পারি হেঁসে।সম্পূর্ণ

পাইয়া হারাইবার মতো কষ্ট বোধহয় আর কিছুতেই নাই। যিনি জন্ম হইতে অন্ধ এবং যিনি জন্মের কয়েকবছর বাদে অন্ধ হইয়াছেন তাহাদের পার্থক্য বহুদূর। জন্মান্ধরা কখনো স্বপ্ন দেখেন না অন্যদিকে যাহারা পরে অন্ধ হইয়াছেন তাহারা স্বাভাবিকের মতোই স্বপ্ন দেখেন এবং চোখের জ্যোতি ফিরিয়া পাইতে মূক হইয়া থাকেন।সম্পূর্ণ