দূরত্ব ২৭৪ কিলোমিটার
2023-08-26
এটা কিছুটা ২৭৪ কিলোমিটার দূরের মফস্বলে বসে “অর্ধেক রাজধানী তুমি অর্ধেক কল্পনা”র ঘৃতাগ্নি স্মৃতিখসড়া…সম্পূর্ণ
এটা কিছুটা ২৭৪ কিলোমিটার দূরের মফস্বলে বসে “অর্ধেক রাজধানী তুমি অর্ধেক কল্পনা”র ঘৃতাগ্নি স্মৃতিখসড়া…সম্পূর্ণ
নিশির এমন পলায়ন খেলা শেষ হবে একদিন
যেক্ষণে তুমি হৃদয়ে তোমার শুনিবে মৃত্যুবীন
ওপার জেনো ডাকিবে তোমায় সপিতে রাত্রিহাতে
সেদিন ঠিকই রাত্রি তোমায় বাঁধিবে অন্তরাতেসম্পূর্ণ
আর ইথারে ভাসমান তড়িৎচুম্বকীয় তথ্য
সবাই সবই সমস্তই মেঘের উপর মেঘ
এই শর্মিলী সফেদ তো এই ধুসর বিষন্ন
কেবলই সময়ান্তরে বাড়ানো উদ্বেগ…সম্পূর্ণ