চন্দ্রাভিযান
চন্দ্রাভিযান কবিতা ২৪/০৮/২০২৩ অনেকদিনের স্বপ্ন ছিল বুকে – অনেক কথা জন্মেছিল মুখে ; করতে চাইসম্পূর্ণ
বার্ধক্যের বাণী
নিও না বসন খুলে অঙ্গের আমার ;
আমি তো চেয়েছি শুধু লজ্জা নিবারণ,
শেষের সে দিন যদি আনে অনাহার ;
অভিমানে খুঁজিব না তাহার কারণ ।
গাছেরা উলঙ্গ নয় : আছে বল্কল ;
প্রাণীমাত্র নগ্নতার উষ্ণ এক ছোঁয়া,
অশ্লীল চন্দ্রিমাস্রোত কল্লোলে উচ্ছল ;
বার্ধক্য হবে না কভু একরাশ ধোঁয়া ।
চিরায়ত কালস্রোত নি:শব্দে নীরবে ;
শৈশব কৈশোর ছাড়ি’ যৌবনের রথে ,
কত কাল বল দেখি বহিবে সৌরভে –
একদিন দিবেই পাড়ি বার্ধক্যের পথে ।
কঠিন কঠোর মৃত্যু দিবে হাতছানি ;
কে আর ফিরাবে তারে একা শুন্যহাতে ,
লিখে যাই সবিনয়ে বার্ধক্যের বাণী ;
দিনের প্রথম কলি ফোটে মধ্যরাতে ।
স্বপ্ন যদি সত্যি হত
ভাঙা লোটা ; ছেঁড়া কম্বল গায়, চলেছি কল্পদেশে অমর কাননে, পারিজাত অঞ্জলী দিব তোর পায়সম্পূর্ণ
হরিৎক্ষেত্র
হিংসা ছুঁয়েছে মাটি নির্বিকার পথ ; দুই ধারে কালো ঘাস মাথায় আকাশ, তার তলে চাপাসম্পূর্ণ
পাহাড়ের ডাক নিত্যানন্দ ব্যানার্জী
পাহাড়ের লতা ফুলের গন্ধ শুঁকে ; কল্লোলে বহে নির্ঝরিণীর ধারা, চঞ্চল মেঘ আঘাত করে বুকেসম্পূর্ণ
ভ্যাম্পায়ারী প্রেম
অনন্ত গগন তলে দুইটি হৃদয় ; চক্রবাল বরাবর চুম্বিত লয়ে, প্রেমিকার হোক তবে বিশ্ববিজয় ;সম্পূর্ণ
স্বপ্নে দেখি
ঘুরিয়ে দেবে দৃষ্টি ; সে তো বুঝি, বারবার তবু তোমার দিকে চাই, শ্বেত হস্তী স্বপ্নসম্পূর্ণ