তোমার হৃদয়ের উঠোন থেকে বলছি
তুমি রুদ্ধদ্বার খুঁলে আমাকে ধৃত করো
ভালোবাসার অপরাধে দিয়ে দাও যাবজ্জীবন সাজা
আমাকে সযত্মে রেখে দাও তোমার হৃদয়ের ফুলদানিতে
মৃত্যু অব্ধি থেকে যাব ভুলে যাবো বাড়ি ফেরার তাড়াসম্পূর্ণ