আত্মবিসর্জন
2023-03-25
আত্মবিসর্জন হঠাৎ কোনো সন্ধ্যায় একটি মৃত্যুর গন্ধে শান্ত হবে পৃথিবী আমি গোধূলির বুকে শুয়ে রবোসম্পূর্ণ
আত্মবিসর্জন হঠাৎ কোনো সন্ধ্যায় একটি মৃত্যুর গন্ধে শান্ত হবে পৃথিবী আমি গোধূলির বুকে শুয়ে রবোসম্পূর্ণ
দেখেছি একাকী বন্ধুর পথে বন্ধুত্বের অপঘাত বিশ্বাসকে দগ্ধ করেছে!
সম্মুখে দেখেছি গহীন রাত্রিতে একাকী
আমাকে অন্ধকার গ্রাস করছে হিংস্রের মতো।
অতঃপর, প্রেমিকের বুকে প্রেম দেখেছিসম্পূর্ণ