জলে জোয়ারে
2022-09-12
জোয়ারে ভরা নদী
আমায় ডেকে ফিরে যায় যদি
আমি মায়ায় আকুল চোখে
চোখ রাখি জলে—
জোয়ারে, নিরবধি।সম্পূর্ণ
প্রেম নামে সুখে
2021-12-02
ভালোবেসে বুকে রাখা প্রেমের স্বভাব
প্রেমের দরিয়াতে যেন প্রেমের অভাব!
অভাব ঘুচবে বলো দূরে থাকা, শোকে?
কাছে এসে দেখো তবে প্রেম নামে সুখে।
সম্পূর্ণ
তুমি নেই জেনেও
2021-10-16
আমি জানি যে মনের মানুষ ফেলে যায়
সে শোকে ও দুখে ভোগে, ভুগতে হয় এমন অসুখে
চলে যাওয়ার যে বেদনা তারে বয়ে বেড়াতে হয় বুকে;সম্পূর্ণ
শরৎ তোমায় ঘিরে
2021-09-03
গ্রামে আমার শরৎ এলো শাদা কাশের ফুলে নদীর তীরে দমকা হাওয়ায় উঠলো সারি দুলে, দুলেসম্পূর্ণ
ভালোবাসার দাবি
2021-08-22
ভালোবাসলে মানুষ কাছে থাকে যে থাকে সে কতটুকু সীমানা দখল করে থাকে? ভেতর-বাহিরের পুরোটাই দখলসম্পূর্ণ
গ্রামটা আমার
2021-06-25
উঁচুনিচু পাহাড় বেয়ে আর কিছু পথ পর– জমির পরেই দেখবে পাহাড়, ছোট্ট কয়েক ঘর ঘরগুলোসম্পূর্ণ
গ্রামে আমার মূল
2021-06-17
গ্রাম দেখি এই কলমিলতা নানান রঙের ফুল, গ্রাম দেখি এই বয়ে যাওয়া ফেনী নদীর কূল।সম্পূর্ণ