সমস্ত রাত নরম কুয়াশায় ভিজিয়ে দাও
আমার সচ্ছ চোখ—
বুঝে নাও চোখের ভাষা ও ইশারা
ঠান্ডা বাতাসে তুমি হও স্নিগ্ধ সকাল
যার মুখোমুখি রাখতে পারি এই চোখ।সম্পূর্ণ

আব্বায় আতর লাগাইয়া পুরো ঘরটারে ঘ্রাণে ও প্রাণে ভরপুর কইরা তোলতেন। আমাদের নিরবতায় একটা রুহানি আবেশ তৈরি হইতো ঘরে। অতঃপর আমরা নামাজে, মোনাজাতে, আল্লাহরে ডাকি। জায়নামাজ বিছায়ে শুভ্র দাড়ি মুখে বসে থাকেন আব্বা।সম্পূর্ণ

ভালোবেসে বুকে রাখা প্রেমের স্বভাব
প্রেমের দরিয়াতে যেন প্রেমের অভাব!
অভাব ঘুচবে বলো দূরে থাকা, শোকে?
কাছে এসে দেখো তবে প্রেম নামে সুখে।
সম্পূর্ণ

নারীরা এতোটাই সরল যে, কারণে-অকারণে পুরুষের কাছে এসে ঠকে এবং ঠকে জেনেও এরা পুরুষের কাছে বারবার ভিড়ে। আশ্বাস দিলে মিথ্যাকে বিশ্বাস করেই মনের অলিন্দে প্রেম অনুভব করে।সম্পূর্ণ