নামের বোঝা
এখন না চাইলেও
সবাই ডাকে এই নামে
বাসা থেকে স্কুল-কলেজ
বাজার-ঘাট সবখানে
নামের বোঝা মাথায় নিয়ে ঘুরি
রাখতে পারি না নিচে।
সম্পূর্ণ
মৃতরাও জীবিত ছিলো
তারা কিভাবে মরলো কারণ খুঁজি নাই
কেউ কি খোঁজ রাখে তাদের?
কেউ আগুনে জ্বইলা মরছে,
কাউরে গলাটিপে মারা হইছে
গাড়ির তলে, নদীর জলে
কতো অদ্ভুদ আলাদা একেকজনের মৃত্যু। সম্পূর্ণ
মাছের ঝাঁক
রাস্তায় মানুষগুলাও মাছের মতো
দৌড়ায়, সংসার পাতে৷
রাস্তার শতশত মাছের সাথে
আমিও দৌড়াই, ফাইট করি;
নিজেরে প্রমাণ করি সবার সেরাসম্পূর্ণ
মাছ আর তুমি
নদী থেকে হাওয়া আসে
লাগে তোমার নীল শাড়িতে,
গোছলের পর যেটা রোদে দিছো
ইলাস্টিকের রশিতে।সম্পূর্ণ
ডানা ভাঙা কাক
তোমার উঠো, বড় হও!
গাছের চেয়েও বড় হও!
গাছের মগডালে উঠার পরেও
যেন নাগাল না পাওয়া যায়।
আমি নিচে নামবো; এতো নিচে,
ঘাসও ঢেকে দিবে আমাকে।সম্পূর্ণ
আধখাওয়া বিকেল
ঢেউয়ে ঢেউয়ে মিলে যাওয়া দুই নদী;
নদীতে অস্তমিত সূর্যের প্রতিচ্ছবি
নৌকায় বসা আমি আর পাশে একটা আধখাওয়া বিকেলসম্পূর্ণ
আমার একটা সকাল তুমি
দুঃসহ একটা রাতের পর
আমার মন ভালো করা সকাল তুমি,
তুমি লঞ্চ ডোবা যাত্রীর বাঁচার আকুতি
নিয়ে ধরে থাকা একটুকরো কাঠ।সম্পূর্ণ