শেষ থেকে আবার শুরু হয়ে যায়
বের করে দেবো এইটুকু ভাবি তোকে আড়াল সরিয়ে সামনে দাঁড়ালে আবার প্রথম শুরু হয়ে যায়সম্পূর্ণ
কৃতঘ্ন সহদর
কত মানুষ কাকতালীয় ব্যাপার হচ্ছে রক্তের কাছে রক্ত হচ্ছে প্রতিযোগি এ কি মানুষ মানুষের রংসম্পূর্ণ
প্রিয় তমার মুখ
সবুজের হাঁসি মিশে আছে মুখে তোমার
মনের কালিতে সাদা কাগজের লেখাটি,
ধীরে ধীরে আমি সেখানে লিখেছি তোমায়
চোখের পাথারে ভাসে মুখ যার পুরোটাসম্পূর্ণ
একুশে ফেব্রুয়ারি
বাতাসে কিসের গন্ধ আজকের জানো, ভাষা শহীদের যেন লাল রক্তাক্তের। এই রক্ত কই জমা জানোসম্পূর্ণ
হতে চায় সবাই রাজা
যেখানে সবাই চায় নিজে হবে রাজাসেদেশে রাজার প্রতি কৃতজ্ঞতা নেই,যেখানে সবাই চায় নিজে হবে স্রষ্টাঅন্যেরসম্পূর্ণ
তোমাকে লেখব
তোমাকে লিখছি আজ হলুদ কালিতে দুয়ারে গাঁদা ফোঁটার ফুলের রসেই, এরপর লিখে নেব লাল রংসম্পূর্ণ
মিছে টুকু অভিমান
তোমারে দিয়েছি বন্ধু কি আন্তরিকতা! আমাকে দিয়েছ ঝেটে মিথ্যা অহংকার, বুঝি আমি বুঝি স্বয়ংসম্পূর্ণ
ভালোবাসি তোমাকে
অনাহত মনে চেয়েছি তোমারে হৃদয় জমিনে দিয়েছি যায়গা, চিত্তের মিছে আঁচল সরিয়ে তোমারে আমার হৃদয়েসম্পূর্ণ
অপেক্ষার প্রহর দিন
শুরু করবো বলে এখনো শুরু করা হয়নি ভালোবাসার কালে রঙের সাজুগুজু করা আমার দিকে রবেসম্পূর্ণ
দিহান অনুশকার প্রেম
পড়ার নামে তেলেসমাতিপ্রেম করল গিয়ে,অবশেষে জীবন দিলোপ্রেমের মিলন দিয়ে। অতিরিক্ত বই চাপিয়েপড়ান সে ও লেভেলে,সম্পূর্ণ
শিশিরের ঝরেছে কার পায়
রাতটা তাঁরই জন্য, অপেক্ষিত শিশির ঝরোবে তাই! শিশির ভেজার ঘাস, চুপচাপে একদল জলসার! সকালে তোমারসম্পূর্ণ
শিশির সকাল কবিতা
ভোরের শিশির ঝরছে কোথায় কার পায়েতে নিয়ে গেলো? কোন মাঠেরই কোন বাগিচায় কে পথেতে পাসম্পূর্ণ