অতঃপর—
ভেবেছি আমি বিপ্লবী হবো
অথচ, তোমরা আমাকে বললে
সূঁচালো অস্ত্র হাতে তুমি যোদ্ধা হও
অথচ কলম ছাড়া আর কোনো অস্ত্র নেই আমার
অথচ শব্দ ছাড়া আর কোনো বুলেট নেই আমার
কবিতা ছাড়া আমার বুকে আর কোনো শ্লোগান নেই
শ্লোগান লিখতে লিখতে আমি হয়ে গেলাম বিপ্লবী। সম্পূর্ণ