আমি এক বিপর্যস্ত প্রেমিক যদিওবা
তথাপি অন্তরাত্মার প্রতিটি কোণ জুড়ে
তোমার বিচরণ তো আর মিথ্যে নয় ।
এ কোন মোহ বা আবেগ নয়
এ এমনি এক ভাবনা,
যেটা আচ্ছন্নতার মোড়কে জড়ানো,
কিন্ত উদ্দীপ্ত প্রেমের ঝঙ্কৃত চিত্রকল্প । সম্পূর্ণ