বিদ্যুৎটা খুবই দরকার, হে মাননীয় সরকার।
অফিসটা বন্ধ আছে, প্রজেক্ট চলে না,
ক্লাস বন্ধ আছে, প্রজেক্টর চলে না।
ফ্রিজের সব খাবার যাচ্ছে গো পচে,
টাকা তুলতে পারছি না যেয়ে এটিএমবুথে।
ইজিবাইকে নেই চার্জ, চলে না গাড়ি আজ,
বিদ্যুৎ ছাড়া চলে না ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড।সম্পূর্ণ

অনুভূতি মানে আসবে না জেনেও করা প্রতীক্ষা।
অথবা কারো জন্যে চোখ দিয়ে জল ঝরা,
অনুভূতি মানে মানুষের ভিড়ে কাউকে খোঁজা,
আর আমার কাছে অনুভূতি মানে-
ভালোবাসায় কেন এত কষ্ট!সম্পূর্ণ

কেন স্বপ্ন দেখালি কেন আশা জাগালি?
চলে যদি যাবি তবে আমার মন কেন ভাঙ্গলি?
ওই মায়াবী কণ্ঠটা আজও কানে আমার বাজে,
আমি চোখ বুঝলে দেখি তোমায় নতুন কোন সাজে।
লাল শাড়ি পড়ে তুই আজ কোথায় চলে গেলি,
তোর বিরহের সাদা কাফনে আমায় জড়ালি।
ওরে বলেছিলি রে কখনো যাবি না ছেরে,
আজ তোকে হারিয়ে আমি যাচ্ছি মরে।সম্পূর্ণ

দেখ নি ওই চক্ষু মেলিয়া চারিদিকে হাহাকার
ঘুমিয়ে থাকবে আর কতদিন জেগে ওঠো আরেকবার
ভয় দিচ্ছ? ভয় পাচ্ছি না, মারবে মেরে ফেলো
সব হারিয়ে ভুলে গেছি মৃত্যুভয় মোরা।সম্পূর্ণ

তুমি কর নি আদর তাই গাঁজায় করে আমায় আদর
তুমি চলে যাওয়ার পর আমি নেশাখোর।
জীবনে পেলাম না ভালোবাসা তোর
নেশায় আমায় ভালবেসে করে আদর।সম্পূর্ণ