হেমন্তের সঙ্গী
2024-10-29
তুমি ঝিরিঝিরি বৃষ্টি-বাদলের দিন চেয়েছিলে, কিন্তু এমন দিন দেখিতে পাবে বর্ষাকালে! চেয়েছিলে শীতল বায়ু তোমারসম্পূর্ণ
তুমি ঝিরিঝিরি বৃষ্টি-বাদলের দিন চেয়েছিলে, কিন্তু এমন দিন দেখিতে পাবে বর্ষাকালে! চেয়েছিলে শীতল বায়ু তোমারসম্পূর্ণ
তোমার দেহ শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খায়!
কারা নেবে তোমার মৃত্যুর দায়?
তুমি কঠোর পরিশ্রমে মানুষের সেবা করেছ,
বিনিময়ে তুমি ধর্ষিতা নারী উপাধি পেয়েছ!
সম্পূর্ণ
আবু সাঈদ এর মৃত্যু, ২০২৪ সালে জুলাই মাসে;
আর্তনাদে কেঁপে উঠেছে বাংলাদেশে!
হাত দুটো দেহের সঙ্গে সমান্তরালে,
বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে।সম্পূর্ণ
আমরা কৃষক ঘরের সন্তান, শস্য ক্ষেত আমাদের প্রাণ। কৃষকরা অন্ন যোগায় ধনীদের তরে, আমাদের সুখসম্পূর্ণ
মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত জোড়া হইয়া আড়ালে হারায়! ফিরিয়া আসে ধরণীতে বৃষ্টি, বর্ষায়,সম্পূর্ণ