প্রার্থনা!
2022-09-25
আমি যেমনটা চেয়েছি পাইনি,
দিয়েছো শুধু শূন্যতা!
প্রার্থনা!………
তোমার বেলায় পেয়ে যাও তুমি
তবু যেনো থাকে পূর্ণতা।সম্পূর্ণ
আমি যেমনটা চেয়েছি পাইনি,
দিয়েছো শুধু শূন্যতা!
প্রার্থনা!………
তোমার বেলায় পেয়ে যাও তুমি
তবু যেনো থাকে পূর্ণতা।সম্পূর্ণ