তোমার থেকে অনেক দূরে থেকেও আমি অনুভব করছি তোমার ছায়া আমার চারপাশ ঘিরে রয়েছে ।
পাখিদের কিচিরমিচির সবসময় আমায় তোমার কণ্ঠস্বর এর কথা বলে।
তোমার নূপুরের শব্দ আমায় বিমোহিত করে সারাক্ষণ ।
সময়ের প্রতিটি মুহূর্ত আমাকে অনুপ্রাণিত করে আমার প্রতিটি অনুভূতি গুলো লিখতে।
শব্দের নির্মলতা আমায় আমার চিন্তার দিক নির্দেশনা দেয় ।
জীবন আমায় বলছে আল্লার দেয়া এ মহাবিশ্বের এক প্রকৃত মানুষ হতে ।সম্পূর্ণ

সব সীমা বাদ দিয়ে আমি তোমায় খুঁজছি।
আকাশের দরজায় গভীর মায়া নিয়ে আমি তোমার জন্য কড়া নাড়ছি।

আমার সমস্ত কল্পনা শুধু তোমার জন্য বেঁচে আছে।সম্পূর্ণ