প্রাক্তনেরা সর্বদাই সুন্দর
সুন্দর তাদের চোখ, চুল, হাসিমাখা ঠোট।
পরনের রঙিনত্ব যেন রঙ্গিন জীবনেরই ঘোর
দেখে শান্ত মন হয়ে ওঠে ক্লান্ত, করে ছটফট।সম্পূর্ণ

রক্তিম সূর্যটার একদিন অস্ত ঘটবে।
অন্যের জীবন আলোকিত করে ক্লান্ত হবে সে।
জলজ্যান্ত, প্রানবন্ত বস্তুটি প্রাণহীনতার স্বাদ গ্রহণ করবে।
অর্থপূর্ণ জীবনের তেতোমিঠা অভিজ্ঞতার শেষে, অর্থহীন জীবনে পরিনত হবে।সম্পূর্ণ