পরকালের যাত্রী
2021-11-13
কেউই জানেনা কখন যে তার আসে ডাক,
বিধাতা দিয়েছেন এক অদ্ভুত নিয়মের বেড়াজাল।
এভুবনে আছে আসার সিরিয়াল,
ভুবন ছেড়ে যাবার নেইতো নিয়মের তাল।সম্পূর্ণ
কেউই জানেনা কখন যে তার আসে ডাক,
বিধাতা দিয়েছেন এক অদ্ভুত নিয়মের বেড়াজাল।
এভুবনে আছে আসার সিরিয়াল,
ভুবন ছেড়ে যাবার নেইতো নিয়মের তাল।সম্পূর্ণ
ব্যাস্ত শহরের মাঝে ব্যাস্ত আমি,
ক্লান্ত দেহের ক্লান্ত মনে থাকি।
সারাদিনের কঠোর রোদের তাপে,
বৃষ্টি মাঝেও আয়ের জন্য যাই ভিজে।
ছোট্ট একটা সংসার আমার গড়ি,
তাদের প্রয়োজনে আমি পুড়ি।
শীতের সকালে ঠাণ্ডা হাওয়ায়,
কুয়াশাচ্ছন্ন আঁধার মাঝের রাস্তায়।
শিশির ভেজা কনকনে শীতের মাঝে,
পথ চলি ধরে কাজের গন্তব্যে।সম্পূর্ণ
যার কিছু নেই সে হারাবে কি বল, হারানোর কিছু নেই বলে নিশ্চুপ তার মন, তবুওসম্পূর্ণ
জীবন যেন থামছেই না, চলমান সভ্যতার যাত্রা, শেষ প্রান্তে একাই পথ চলা, আজব ভুবনে জীবনেরসম্পূর্ণ