মনে হচ্ছে জীবনটাকে চুলোয় দিয়ে পোড়াই
আগুন ভেবে ঝাপ দি আমি ব্যর্থ নোনাজলে,
বালুর তলে গর্ত খুড়ে একটুখানি লুকাই
সাপের সাথে একই লেপে শীতনিদ্রায় ডুবিসম্পূর্ণ

আমি জানি,
আবার জানি না।
কীভাবে রমণীর গর্ভে নবজাতকের জন্ম?
কিংবা জারজ সন্তানের পৃথিবী দেখা।
আমি জানি,
টাকা ও নারী
যার কাছে যায় তার-ই।সম্পূর্ণ