নীরবে নির্জনে প্রেয়সীর সাথে নিবিড় চুম্বন
স্মৃতি হয়ে জেগে রয় আজীবন একান্তে গোপনে।
ভোরের শিশিরে ভেজা পরিস্কার ঝলমলে
সাদা শঙ্খের মত কখনোবা মাখন রাঙা সুকোমল বর্তুল যুগল স্তন দোলে বক্ষমূলে পুষ্ট রসালের মতো;
স্তনবৃন্তের হয় উত্থানসম্পূর্ণ

যে নারীর পুরুষ্টু স্তনে কোনদিন পড়েনি পুরুষহস্ত, হয়নি দলন,মর্দন
পুরুষের দংশন পড়েনি কখনো দেহে
পড়েনি পুরুষের নখের আঁচড়
হয়নি স্তনবৃন্তমুলে চোষন
সে নারীর হা হুতাশ চাপা পড়ে থাকে
হৃদয় কন্দরে,ওঠে মনে ক্রন্দন।সম্পূর্ণ