স্বপ্নের বিবরে স্বপ্ন
নিঝুম রাতে পূর্ণিমা চাঁদের আলো খোলা জানালা দিয়ে নীরবে ঢুকে
আমার নরম বিছানায় খেলা করে।সম্পূর্ণ
অন্তর্দর্শন
অন্তর্দৃষ্টিতে দেখি আমি কৃষ্ণগহ্বরে আলো
অন্ত্যজ মানুষ মাঝে রোজ খুঁজে পাই ভালো।সম্পূর্ণ
ধরণী হোক সঞ্জীবন
মাটি জল হাওয়ার দূষণে পর্যুদস্ত বিশ্ব
ভারসাম্যহীন প্রকৃতির সমীকরণসম্পূর্ণ
বিচিত্র ভাবনা
ভাবের ঘরে অভাবের প্রতিধ্বনি
বারংবার শুনি
এও তো শিল্পী ও কবির প্রাপ্য বলে মানিসম্পূর্ণ
শূন্য মহাশূন্য
অঙ্কের নিয়মে শূন্য এক স্বাভাবিক পূর্ণসংখ্যা
অন্য কোনও সংখ্যার পিছনে বসে দেয় তার যুক্ত পরিচয় আখ্যা।সম্পূর্ণ
চুম্বন রমণ
নীরবে নির্জনে প্রেয়সীর সাথে নিবিড় চুম্বন
স্মৃতি হয়ে জেগে রয় আজীবন একান্তে গোপনে।
ভোরের শিশিরে ভেজা পরিস্কার ঝলমলে
সাদা শঙ্খের মত কখনোবা মাখন রাঙা সুকোমল বর্তুল যুগল স্তন দোলে বক্ষমূলে পুষ্ট রসালের মতো;
স্তনবৃন্তের হয় উত্থানসম্পূর্ণ
অর্জুন ধরাশায়ী
স্বৈরাচারী শাসকের দল একে একে বিলীন হয়ে গেছে ধরাধাম থেকে।
মনে রেখো,তোমাদেরও যেতে হবে
যখন উঠবে ঝড় অতর্কিতে, এ সমাজ বুকেসম্পূর্ণ
কোথা সেই কবি
কোথা সেই ঈপ্সিত প্রতিবাদী শব্দ কথা কবির কলমে !
মেরুদন্ড বাঁকা করে শিরোস্ত্রান নামিয়ে দেয় কবি অক্লেশে অর্থ আর ক্ষমতার পদতলে ।সম্পূর্ণ