রাজা থাক পরজীবী
2021-02-09
কত কঠিন রৌদ্র তামাটে করেছে চামড়া শত বৃষ্টির জলে ভিজে কৃষকের দাবি সাদা পোশাকের নিচেসম্পূর্ণ
কত কঠিন রৌদ্র তামাটে করেছে চামড়া শত বৃষ্টির জলে ভিজে কৃষকের দাবি সাদা পোশাকের নিচেসম্পূর্ণ
রথ থেমে আছে রাজাদের ভয়ে। পথ থেমে ষঢ়যন্ত্রে । আমার এ ক্লান্ত উপত্যকায় ধর্ষনও গনতন্ত্রে।। সম্পূর্ণ
বিচ্ছেদ। হানাহানি। মৃত্যুর কোজাগরী আজ ধর্মের কানাকানি। রঙ মাখা পুতুলের সাজ রাম গেল কোন ঘরে? সম্পূর্ণ
রঙ মুছে গেল ক্ষণিকে।জীবনের শত আভিজাত্য ধুলায় মিশলো এক নিমেষে।চোখ খোলা থাকলেও অন্ধকারে নিমজ্জিত প্রাণবায়ু।এইসম্পূর্ণ
এ শহর জানে, ভেজা প্রেমিকের হাতে-হাত রেখে মন ছুঁতে।এ শহর শোনে,একশো কান্না কংক্রিট বুকে কানসম্পূর্ণ
ওরা মাটিমাখা দেহ বৃষ্টিরওরা জলবন্দীর বন্যাওরা বাঁচাতে দেশের খাদ্যদিয়েছে মৃত্যুর বুকে ধর্না। ওরা তপ্ত রোদেরসম্পূর্ণ