জীবনের শেষ প্রান্তে
2023-11-07
ভালো থেকো অনিবার্য নিয়তি
আশ্বাস নামক উপহাস
জীবন ও যৌবন
এবং আমার আত্মজ কবিতা ও বিশ্বাস !সম্পূর্ণ
ভালো থেকো অনিবার্য নিয়তি
আশ্বাস নামক উপহাস
জীবন ও যৌবন
এবং আমার আত্মজ কবিতা ও বিশ্বাস !সম্পূর্ণ
দুই পাহারকে করেছি আমার কানের ঝুমকা;
বৃষ্টির শব্দকে বানিয়েছি পায়ের ঘুঙুর।
আফসোস আদিম কবি তুমি তা বুঝো নি।
দিবা কিংবা রাত্র হলেই কত শত যাতনা নিয়ে,
মস্ত একটা আকাশ বুকের ভিতর পুষে নিয়ে পাহাড়ে ঘুমিয়ে পড়ি।
অথচ বুঝলে না কবি,
কেবলমাত্র আমার বেলায় তুমি ছন্নমতি।সম্পূর্ণ
আমি সেদিনই নিজেকে শ্রেষ্ঠ লেখক দাবি করতে পারবো,
যেদিন আমার লেখায় ফুটে ওঠবে জন সাধারণের
কষ্টের চিত্রের এক বিশাল ইতিহাস।সম্পূর্ণ
আমি ছাত্র, আমি শান্ত কভু অশান্ত।
আমি ছাত্র, আমি বিদ্রোহ!
আমি পিতা-মাতা, দেশ ও সমাজের স্বপ্ন।
সম্পূর্ণ