শুধু তোমাকে ভালোবাসবে বলে
বুকের ভেতর অন্ধকার জমিয়ে রেখেছি সহস্র বছর
ক্যাথলিক আর অর্থোডক্স,মন্দির কিংবা গির্জা সবই পেয়েছি তোমার ভেতর।
তোমার ইশারায় শশ্মানের উপর সমাধি হই,
ক্রাকডাউনের রাতে শব্দহীন নাগরিক হয়ে হেঁটে যাই তেমার গন্তব্যে।সম্পূর্ণ