আধুনিকার এক ফর্দ কাপড় – অসীম চক্রবর্ত্তী
সেদিন.. হতে পারে ফিনফিনে ঐ এক ফর্দ কাপড়
ঢাকা পড়ে গেল কফনের দুই মিটার কাপড়েসম্পূর্ণ
সেদিন.. হতে পারে ফিনফিনে ঐ এক ফর্দ কাপড়
ঢাকা পড়ে গেল কফনের দুই মিটার কাপড়েসম্পূর্ণ
চেয়ে দেখি দিনরাত, অভিমুখ খালি তার
মোহনা নয় ঐ সাগরের দিকে।
সম্পূর্ণ
তার ঐ নির্বাক চোখের বিকেলের নির্জনতায়
মন পুড়েছে আমার নির্গূঢ় দৃষ্টির আগুনে
আর তার ঐ আতপহীন নির্জন ছায়াই
আমাকে উদ্বেল করেছে আমার চল্লিশের ফাগুনেসম্পূর্ণ
বাঁচাও শিক্ষা শিক্ষাক্ষেত্রে বাড়াও শিক্ষকের আগ্রহ
শিক্ষাকে করোনা অজ্ঞের পুত্তলিকা।
নক্ষত্র সবে ফিরাও এপথে অসম্ভ্রম করো শেষ
সুশিক্ষিত শিক্ষক এক একটি নক্ষত্র বাঁচবে তবেই দেশসম্পূর্ণ
প্রয়োজন নেই জটিল আধুনিকতা, কজনেই বা মর্মজ্ঞ
পুরনো কলম ধরো, দোলাও মনে ও প্রাণে, আঁকো কবিতায় ছবি,
“কবিতার ভূস্বর্গে পাঠকের হাহাকার
কাব্যকে হাড়িকাঠে যেন লটকেছো কবি”সম্পূর্ণ
আজ বুঝেছি সৌন্দর্যে মোহিত প্রেম হলো কনকরঞ্জিত কাঞ্চনজঙ্ঘা,
যা শুধু নয়নমুগ্ধ, স্পর্শহীন এক রৌশন রঙা।
হৃদয় হ্লাদিত প্রেম হলো সন্দাকফু, এক মধুর রম্যস্থান,
যেখানে সমস্ত সুখ সৌন্দর্য্যের অনুভব সর্বদা বিরাজমান।।
সম্পূর্ণ
লজ্জায় অবাঙ্মুখ করে বসে আছে আমাদের দেশ।
পরশাসন হতে স্বাধীন প্রাপ্ত হয়েও, পঁচাত্তরটা বছর ধরে এইভাবে,
যে রকম অবাঙ্মুখ হয়ে বসে থাকে আজন্ম রোগগ্রস্থ কোন কঠিন অভ্যেস।
সম্পূর্ণ
চরাচরে রাষ্ট্র বৃক্ষ সীমাবদ্ধ হয় আবিস্কৃত, ভৌগলিক ইতিহাস কয়। রাষ্ট্র বৃক্ষ তবে সকল মহীরুহ নয়সম্পূর্ণ
লজ্জায় অবাঙ্মুখ করে বসে আছে আমাদের দেশ।
পরশাসন হতে স্বাধীন প্রাপ্ত হয়েও, পঁচাত্তরটা বছর ধরে এইভাবে,
যে রকম অবাঙ্মুখ হয়ে বসে থাকে আজন্ম রোগগ্রস্থ কোন কঠিন অভ্যেস।
সম্পূর্ণ
নিয়োগের অন্ত্যেষ্টি হচ্ছে রাজনীতির মহাশ্মশানে
দাউ-দাউ করে জ্বলছে বঞ্চিত উত্তীর্ণরা
কয়েকশো দিন ধরে জলন্ত আন্দোলনের চুল্লিতে।
সম্পূর্ণ
এ কোন দৈন্য দশা ?
নেই শাখা সিঁদুর যেন গিলেছে সর্বনাশা !
বিবর্ণ মুখ, চোখে কালসিটে কালো দাগ,
দুহাতে পোড়া ক্ষত চোখেমুখে অবসাদ
সম্পূর্ণ
তবু দেখো, দুপা ওয়ালা, উদাসীন বন্ধনে
বারবার খোলে তার সব গিটঠু ক্রন্দনেসম্পূর্ণ
এখন তুমিগো সুরের তারা হয়ে
বাজছো শুধু মনের মধ্য জুড়ে
গানের ডালায় ষোলো জিবি ভরে
চলেই গেলে নীল আকাশে দুরেসম্পূর্ণ