এ্যাই রুদ্র, এ্যাই
প্রচন্ড হিমেল বাতাসে আমার হাত দুটি জমে বরফ হয়ে যাচ্ছে, কীভাবে লিখবো তোমাকে বলতো!!
ইচ্ছে করছে আমার বরফ ঠান্ডা শীতল হাত দুটি দিয়ে তোমার গাল দুটি স্পর্শ করে আসি। এই প্রথম তোমায় তুমি তুমি করে লিখছি। রুদ্র জানো, আমার না কেমন লজ্জা লজ্জা করছে এভাবে লিখতে…!!
আমি জানি,
এমন চিঠি আমি কখনো পাবো না! সম্পূর্ণ