জেদী নক্ষত্ররাও উল্কার মতো
ভেঙে পড়ে জাহ্নবী নদীর তীরে।
ওইদিন বুঝেছি মাটি লাগুয়া
ফুলের মূল্য থাকে না।
ছিয়াওরটা শীত,গ্রীষ্ম,বসন্ত চাতক চেয়েছি।
দু-বার হেলির ধূমকেতু ফিরে এলো।
কিন্তু অন্য আকাশগঙ্গা থেকে
তুমি এলে না।সম্পূর্ণ