সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে
কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুড়ির গায়ে ভাঙেনি
কেউ কেউ ছিল মহাজন পুঁজি যাদের কিনতে পারেনি
কেউ কেউ ছিল ঝড়ের পরও লড়াইয়ে হয়নি ক্ষান্ত
নিজ মৃতদেহ দেখার পরেও কেউ কেউ ছিল জ্যান্তসম্পূর্ণ