মুখোশ থেকে ~
নগ্ন অর্ধনগ্নভাবে সত্য
আচমকা সুরভিত সকালে
ফুল থেকে কাঁটায়
স্তনের বোঁটায় ~সম্পূর্ণ
বোকা জলযান (৫-এ পঞ্চবাণ + নেশা জর্জরিত সুড়সুড়ি)
আফিমের কাটলেট
এই রক্তশূন্যতার আড়ালে তোমার ঠোঁট
প্লেটের ওপর রাখা কাটলেট
কাঁটা চামচ নয়, চোখ পান করছে
কিছুটা অধিবাস্তব। ঘুঘুর বাসা। সম্পূর্ণ
অখণ্ড উত্তাপ
বাঁশি বাজলেই আনন্দ আঁকে এমন নয়
কখনো সখনো তুলি গড়িয়ে দেয় বৈশাখ
সমবেত অবাক রং ফুটে ওঠে সজল
আয়না নিস্তেজ হলেও জীবন দেখায়সম্পূর্ণ
ভয়ংকর সুন্দরের দিকে
কেন যে এমন হয়!
ঠিক একটা ধড়ফড় ট্রেন ~
একেবারে গভীর ছুটছে
যেখানে আমিই নিজে পৌঁছুতে পারি না ~
শেষ বাসটি চলে যাওয়ার পরও বাতাস থামে না
~ আর
~ আমি
দাড়িয়ে থাকি ~সম্পূর্ণ
আয়নার মরুভূমি
কূয়োটি এগিয়ে এলো তৃষ্ণায়~
স্পর্শে মাতাল ঝিনুক
গোপন অঙ্গশোভায় প্রদীপের সহমরণ
আর বোতাম খোলা শীতল
দৃশ্যে মিশমিশে কালো তিল
সম্পূর্ণ
বন্দী সময়ের আলোর অন্তরাল
তবুও ভুলতে হয় অজানা দৌরাত্ম~
হুটহাট বুকের জানালা খুলে
আকাশ খাওয়া প্রজাপতির চোখ-মুখে
লেপ্টে যাওয়া আলেয়া~সম্পূর্ণ
সিজদা অথবা গভীর ধ্যানমগ্ন অবস্থা
মনের কুঠুরি থেকে একটা গুমরে ওঠা ডানার ঝাপট
বন্দুকের শরীর থেকে ফুটে ওঠা এক লাবণ্যময় ফুল…সম্পূর্ণ
উন্মুখ কারাগার
উন্মুখ কারাগার ২১/০৯/২১ আমিনুল ইসলাম মুঠো উন্মুক্ত করো, দ্যাখো যে ওড়ার ঠিক ~ মুক্তি যারসম্পূর্ণ