আফিমের কাটলেট
এই রক্তশূন্যতার আড়ালে তোমার ঠোঁট
প্লেটের ওপর রাখা কাটলেট

কাঁটা চামচ নয়, চোখ পান করছে
কিছুটা অধিবাস্তব। ঘুঘুর বাসা। সম্পূর্ণ

তুমি নেই
প্রিয় স্বাধীনতা রঙিন আলোর স্বদেশ
এই অন্ধ আলোয় ঢাকা নগ্নতা
দারিদ্র × দারিদ্রে = আমাদের চারপাশ ÷ মুখরিত উল্লাস
= টুকরো টুকরো কাচ ও পারদ ~
সম্পূর্ণ

কেন যে এমন হয়!
ঠিক একটা ধড়ফড় ট্রেন ~

একেবারে গভীর ছুটছে
যেখানে আমিই নিজে পৌঁছুতে পারি না ~

শেষ বাসটি চলে যাওয়ার পরও বাতাস থামে না

~ আর
~ আমি

দাড়িয়ে থাকি ~সম্পূর্ণ