সত্ত্বাযোগ-১
পারলে কি জেনে নিতে এই তারের যত অগুনতি-অনুপাত!
দেখতে পারো কি তাদের সত্ত্বার চোখ দিয়ে? সম্পূর্ণ
পারলে কি জেনে নিতে এই তারের যত অগুনতি-অনুপাত!
দেখতে পারো কি তাদের সত্ত্বার চোখ দিয়ে? সম্পূর্ণ
কী করে গোপন রাখলি আকাশ বল?
কী করে পারলি এক চোখে সমুদ্র আর
এক চোখে আসমুদ্র হিমাচল?
সম্পূর্ণ
আমি কেমন! নিরস নিবিড় মনে,
হচ্ছি বাঁধা দিনের অবাধ গানে৷
আমার সকল দ্বিধারা কি জানে?
জীবন পালায়! জানলে বাঁচার মানে?
সম্পূর্ণ
খুব করে ডুবে যাওয়া মানুষ।
জাদুর স্পর্শ না পাওয়া মানুষ।
আকড়ে ধরা ভালোবাসা-মানুষ।
জেনেশুনে যোজন দুরে বসা মানুষ৷
কেন? পারছে না ফিরতে
জীবনে? সম্পূর্ণ
ওই কদম্ব-বনমালতী শাখা দোলে
অলখিত আনন্দ রব যতো বিভোর।
তারই আবেশে মিষ্টি, ভারী মিষ্টি
ক্ষণ-বৃন্দাবন মায়াকল্প ঘোর।
সম্পূর্ণ
কেবল দেখেছি মধুর দেখেছি মুক্ত-নিনাদ
তাতেই মিটে গেছে জীবনের যতো
পাওনা ছিলো ভালোবাসার আস্বাদসম্পূর্ণ
সময়’টা বাজেয়াপ্ত করে জীবনের সকাল-রঙ যদি মুছে তাতে ধূসর আঁকতে পারো। তবেই সময় হবে প্রচলিত নিরাপদ থাকবে জীবন-পরিধির।সম্পূর্ণ