এসো অন্য বসন্তে
2021-03-17
এসো তুমি আমাদের ঘরেঅন্য বসন্তে,ঘরে নেবো আয়োজন করেনতুন পোশাকে।হলুদরঙের আলোয় আমরাগাইবো নতুন গীত,জীর্ণ-জরা-অভাব নিয়েপালিয়ে যাবেসম্পূর্ণ
এসো তুমি আমাদের ঘরেঅন্য বসন্তে,ঘরে নেবো আয়োজন করেনতুন পোশাকে।হলুদরঙের আলোয় আমরাগাইবো নতুন গীত,জীর্ণ-জরা-অভাব নিয়েপালিয়ে যাবেসম্পূর্ণ
চারিদিকে নানান মত, নানান ধাঁচের কোন্দলব্যবসা তারা করেই চলে, তেতো জাতের ধুন্দলবুঝলে তুমি অবাক হবে,সম্পূর্ণ
একটা কবিতা লেখা হবে বলেকত সংগ্রাম, কত রক্ত, কত অশ্রুদান,একটা কবিতা লেখার জন্যগাওয়া হলো অসংখ্যসম্পূর্ণ