প্রিয়তমার সমীপে
2023-03-14
জানি বোধহয় শেষ নিঃশ্বাস গুনছি,
আত্মীয়ের চোখে বিষাদ চিহ্ন,
তোমার হাতে হাত রেখে বলছি-
ভালোবাসি। সম্পূর্ণ
জানি বোধহয় শেষ নিঃশ্বাস গুনছি,
আত্মীয়ের চোখে বিষাদ চিহ্ন,
তোমার হাতে হাত রেখে বলছি-
ভালোবাসি। সম্পূর্ণ
কোনো কালে যদি সভ্য হতে পারি-
তবেই এসে দেখে যেতে পারিস।
আমরা না জানি কত খুনের রক্তে-
বসবাস করছি।সম্পূর্ণ
কত পথ মাড়িয়েছি জানি না-
সন্ধ্যার আকাশের তারা গুলো জানে-
কতই কষ্টে রাতের অবসান ঘটে।সম্পূর্ণ