একটা হাসি তোমার গাল বেয়ে পড়ছে দেখে
আমার বুকে দুই হাজার বছরের পুরোনো ভিসুভিয়াসের
ধ্বসে বিধ্বস্ত হয়ে যাওয়া শহর যেন নতুন প্রাণ পেলো!সম্পূর্ণ

বেলা শেষ, ঊনষাটের কৌটায় আরো একটা দিন।
টেবিলে অর্থহীন অসুখের সব ঔষধ ইতি টানবে,
তোমাকে হারানোর যন্ত্রণা গুছে যাবে, অসুখটাও
সেরে যাবে বেলা শেষের দিকে। সম্পূর্ণ