চোখের জল ও কলমের কালি (রুবাই ১.১)
2022-05-11
চোখের জল দিয়ে আমাদের অনেক কবিতা হয়, কলমের কালি খরচ করে হাজার কবিতা অপচয়? দিনসম্পূর্ণ
চোখের জল দিয়ে আমাদের অনেক কবিতা হয়, কলমের কালি খরচ করে হাজার কবিতা অপচয়? দিনসম্পূর্ণ
বেলা শেষ, ঊনষাটের কৌটায় আরো একটা দিন।
টেবিলে অর্থহীন অসুখের সব ঔষধ ইতি টানবে,
তোমাকে হারানোর যন্ত্রণা গুছে যাবে, অসুখটাও
সেরে যাবে বেলা শেষের দিকে। সম্পূর্ণ