যদি চিৎকার করে বলি ভালো আছি আমি
বিশ্বাস করবে কি ?
নাকি আমার কষ্ট গুলো অনুভব করতে পারবে ?
যদি চিৎকার করে বলি আমাকে বাঁচাও
আমাকে বাঁচাবে কি ?
নাকি আমাকে একলা ফেলে চলে যাবে ?
যদি বিষণ্ণতায় ডুবে যাই আমি
পৌঁছে যাই জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে!
পারবে কি সেখান থেকে ফিরিয়ে আনতে ?
নাকি আমাকে দেখেও না দেখার ভান করবে ?
আমাকে দেখে যদি তোমার প্রচন্ড মায়া হয়
তবে কি সব দায় ভার ভুলে কাছে টেনে নেবে?
নাকি শুকনো পাতার মতো আমাকে পায়ে পিষিয়ে
চলে যাবে বহুদূরে?
যদি অবহেলায় জ্বলে পুড়িয়ে ছাই হয়ে যাই আমাকে দূরে সরিয়ে দিবে কি ?
নাকি আমাকে পাগলের মতো খুঁজবে?
যদি আমি এভাবেই ধীরে ধীরে ফুরিয়ে যাই,
রেখে যাই সব বিষণতা
তবে কি আমাকে অপরাধী মনে করবে?
নাকি আমার ভুলগুলো ক্ষমা করে দিবে ?
যদি আমি বহুদূরে চলে যাই
কষ্ট পাবে কি?
নাকি দূর থেকে আমাকে মনে রাখবে ?
যদি কখনো রাস্তার ধারে প্রচন্ড পিপাসায় তোমার কাছে এক গ্লাস পানি আবদার করি
দিবে কি ?
নাকি আমাকে যন্ত্রণায় ছটফট হতে দেখে তুমি হাসবে ?
যদি কখনো প্রশ্ন করি কি আমার অপরাধ
বলবে কি ?
নাকি সেখান থেকে চলে যাবে ?
চলে যেতে পারবে কি
নাকি চিৎকার করে বলবে ভালোবাসি।
তখন যদি বলি ভালো যখন বাসো
তবে কেন চলে গেলে ?
উওর দিতে পারবে কি ?
নাকি আমাকে এমন প্রশ্নে আমাকে পাগল ভাব্বে?
যাই ভাবো না কেন ʼʼ
আর থাকবো না তোমার উওরের অপেক্ষায়
আমি আমার আমিকে নিয়ে যাবো বহুদূরে
ধরা দেবো না আর তোমাকে
সেদিন ভাব্বে তুমি
আমার কাছে তুমি ছিলে কতো দামী ।
2021-12-20