রাতের আকাশে আমার নামে একটা চাঁদ উঠুক,
মাঝে মাঝে তুলোর মতো মেঘ ভাসুক।
নদীর তীরে একটা অচেনা কবি আমাকে নিয়ে কবিতা লিখুক
নদীর জলে পদ্ম মৃদু হাসি ফুটুক
হাজারো চেনার ভিড়ে অচেনা হয়ে কেউ আমায় খুজুক
কারনে অকারনে কেউ আমার বিষণ্ণতার ভাষা বুঝুক।
নীল আকাশের সুখ পাখি হয়ে কেউ আমাকে একটু ডাকুক।
কল্পনায় কেউ আমাকে নিয়ে হাজার যুগ দিবে পারি
আমিও তখন সব মায়াকে করবো আড়ি
সময় অসময় নানান বাহানায় কেউ আমায় ডাকুক
আমার অহেতুক ভাবনা দেখে সেও একটু হাসুক
সে আমার কবি হোক
যে তার কবিতার শেষ লাইনে আমায় রাখুক
হিমুর মতো হলুদ পাঞ্জাবি পরে আমার সামনে আসুক
মাঝে মাঝে হলুদ খামে আমাকে নিয়ে হাজার খানেক চিঠি লিখুক
ধূসর আলো আঁধারে মিশানো সন্ধ্যায় আমার পানে বসে সূর্যাস্ত দেখুক
ক্লান্ত শরীরে আমার কাঁধে মাথা রেখে কেউ ঘুমিয়ে পরুক
চাঁদের আলো দেখতে দেখতে আমার সাথে মনের সব কথা বলুক ।
অচেনা পথের পথিক হয়ে আমার পাশে দাড়িয়ে হাতটা শক্ত করে ধরে রাখুক
ব্যাস্ত রাস্তায় কেউ আমাকে হাত ধরে পার করিয়ে দিক
শরৎতের কাশফুল ভরা নদীর তীরে কেউ আমার সাথে একটু হাটুক।
মাঝে মাঝে আমাকেও কাশফুলের সাথে তুলনা করুক
আমার অনুপস্থিতে মনে মনে কেউ একটু শোক প্রকাশ করুক।
বিষণ্ণ বাউন্ডুলে বাতাসের মতো আমার চুল গুলো কেউ উড়িয়ে দিক
নীল রঙের নির্জনতায় আমায় নিয়ে কেউ ভাবুক
আমি হারিয়ে গেলে কেউ আমাকে পাগলের মতো খুঁজুক
আমার ভুল গুলো ভুলে গিয়ে ভালোবাসা গুলো মনে রাখুক।
শত ভুলেও কেউ আমায় ভালোবাসুক।
2021-12-24