2/5 - (1 vote)

ধর্মের বাণী আসে চিরন্তন সত্য হয়ে,
মানুষের হৃদয়ে বাজায় অনন্ত প্রেমের সুর,
পাথরের মাঝে খুলে দেয় মমতার দরজা,
সকল দ্বিধা-ভেদ ভুলিয়ে দেয় ঐক্যের আলো।

ধর্মের বাণী বলে, “পথে চলো সৎ,
মিথ্যার আলোয় ভেবো না তুমি চিরজয়ী”,
সত্যের মশাল হাতে নিয়ে পথে চলো,
যেখানে রয়েছে জ্ঞানের এক অবিনশ্বর জ্যোতি।

ধর্মের বাণী মুছে দেয় সব কলুষতা,
শুদ্ধতার পথে ডাকে, প্রেমের সুরে গড়ে,
সীমাহীন ক্ষমা আর সহিষ্ণুতায় বেঁধে রাখে,
মানবতার আকাশে এক সূর্য হয়ে জ্বলে।

ধর্মের বাণী মানে না কোনো বিভাজন,
ধর্মের বাণী শেখায় সমতার গান,
প্রেম আর শান্তির পথে যার যাত্রা,
ধর্মের বাণী তাকে দেয় মুক্তির ঠিকানা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments