শান্তি
একটা ঘুম
ঘর
নিজেকে রোজ কেটে
কুকুরের সামনে মাংস হাতে বসে থাকা
একটা বিড়াল জুতায় ঘুমায়
মানুষ জন্মে সবাই ভুল
পাশের মানুষ রেখে উড়ে গেছে কবে
ভাবছে কবরে যারে খেয়েছে পোকে
সে বুঝি সব জেনে গেছে
সে বুঝি সব বুঝতে পারে।
দুর্বব্যরহারেরা
হাসিমুখ
দূর
দূর
একদিন একা
একদিন একা
এক জীবন শান্তির
সব দুর্বব্যহার
দূরে গেলে পোকায় খায়
মানুষ জন্ম দখলে যায়।
হাড় পোড়া শরীর
মিথ্যার ভালো মানুষ
সবাই এক
একের ভেতর সব
শান্তি
কুকুরের মুখে মাংস তুলে দেও।
মানুষের মুখে মিথ্যা।
সুন্দর এক অনুভব ছুঁয়েই যায়
কবিতার বরা বার——–
এক জীবন শান্তির
সব দুর্বব্যহার
দূরে গেলে পোকায় খায়
আপনার লেখা ও তার ভাষা অত্যন্ত সাবলীল ও প্রাণবন্ত। বাস্তবতাকে এত সুন্দর করে কাব্যিক রূপ দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার লেখা পড়ে মনে হলো এ যেন আমার আপনার সবার জীবনেরই ঘটে যাওয়া কোনো ধূসর স্মৃতি
, আমার জানা মতে লেখকের কৃতিত্বই বুঝি তাই হয়। আপনার লেখায় মায়া আছে বটে। আপনার জন্য শুভকামনা রইল।
শ্রদ্ধেয়া কবি, খুব ভালো লিখেছেন। ভালো লেগেছে।