3/5 - (2 votes)

আজ বৃষ্টির ঝমঝম আওয়াজে,
তোর কথাগুলো কানে আসিয়া বাজে।
যখন একা থাকি ঘরের এক কোনে,
তোরে তখন পরে অনেক মনে।
সেই রস্তায় আজ একা হেটে যাই,
রাস্তার সব ঠিকই আছে তুই পাশে নাই।
সুন্দর ওই চেহারায় ছিলো অনেক মায়া,
তাইতো মনে পরেছে কালো মেঘের ছায়া।
কত স্মৃতি আজ মনে পরে,
সেগুলো চাপা পরে গেছে ধুলোর স্তরে।
মনে পরে যায় সেই কলেজের দিন,
তোর আমার বন্ধুত্ব ছিলো অনেক রঙিন।
দুজন দুজনার কাছে ছিলাম অনেক দামি,
কিছুই মনে হইত না করলে ফাজলামি।
তুই হঠাৎ করতিস অভিমান,
অভিমান ভাংগাতে লিখছি কবিতা গান।
কেউ কথা রাখিতাম চাপাইয়া মনে,
আমাদের সব কথা হইত মোবাইল ফোনে।
কিছু সময় ধরে আমি লিখি কবিতা,
আবার কিছু সময় বের করে দেখি তোর ছবিটা,
সারাজীবন রইবো সময় অসময় সুখে দুঃখে,
দোয়া রইলো আল্লাহ জেনো রাখে অনেক সুখে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments