সময় করে একদিন প্রেমিকা হইও।
ব্যস্ততা শেষে ভালোবেসে পাশে বসো।
সময় করে একদিন প্রেমিকা হইও,
চোখের কাজল কেনো ধুঁয়ে যায় কারন খুঁজো।
সময় করে একদিন প্রেমিকা হইও,
বুকের বাঁ পাশের জমিনে মায়ার সুপ্ত চারা লাগিও।
সময় করে একদিন প্রেমিকা হইও,
রোজ রাতে যে ছেলেটি অভিমানে তোমায় পত্র লিখে,
তাকে দুলাইনে উত্তর দিও।
সময় করে একদিন প্রেমিকা হইও,
তপ্ত রোদে পুড়ে লেলুয়া বাতাসে মন ভাসিও।
সময় করে একদিন প্রেমিকা হইও,
অভিমানি বালকের মান ভাঙাতে,
তাহার দুটি হাতে হাত রাখিও।
সময় করে একদিন প্রেমিকা হইও,
জোছনা রাতে সেলফোনে সাথি হয়ে,
ছেলেটির সাথে চাঁদনি বিলাসে মাতাল হইও।
সময় করে একদিন প্রেমিকা হইও,
খুব করে যে বুকের মাঝে তোমায় ছুঁয়ে থাকে,
তাকে ভালোবেসে কিছু পাগলামি করো।
সময় করে একদিন প্রেমিকা হইও,
অনুভবের গল্প কথায়, তাকেই ভালোবেসো।
2022-06-26