3.5/5 - (2 votes)

সবাই চায় –
শেষ বেলাটা ভালো যাক
সকাল বেলা খারাপ গেলেও
মাঝ বেলাটা কাটবে হেসে
সাঝের বেলায় নামলেও আঁধার
দিনের দুঃখ যাবে ভুলে।

সূর্যের কিরণ প্রখর হলেও
মাথায় নিয়ে ছুটতে হয়
গরম তাপে পুড়লেও গা
পেটের জ্বালায় সহিতে হয়।

মাঝ বেলাতে বসলে খেতে
প্রিয়জনটা থাকে পাশে
তারই হাতের কোমল ছোঁয়ায়
সকল দুঃখ যায় যে ভেসে।

হাসতে খেলতে কাটে তখন
জীবন কাটে স্বর্গ সুখে
নানান রকম নতুন স্বপ্ন
ভাসতে থাকে চোখে-মুখে।

ন্যায়-অন্যায়ের বিচার ভুলে
মনটা ছোটে টাকার নেশায়
শেষ বেলাটা কেমন যাবে
ভাববার তখন নাই যে সময়।

এমনি ভাবে ধীরে ধীরে
সাঝের বেলা আসলে কাছে
কমতে থাকে চোখের আলো
নামে আঁধার মনের মাঝে।

চোখের আলো কমতে থাকলে
আপনজনও যাবে দূরে
ভালোবাসতে থাকবে না কেউ
সবাই দেখবে ঘৃণাভরে।

শেষ বেলাটা বলবে হেসে
কোথায় গেল বাহাদুরি
আমার কথা ভুলে গিয়ে
কেন ছিলে অত্যাচারী?

কোথায় তোমার ধন-সম্পদ
কোথায় তোমার আপনজন
কিসের নেশায় মত্ত থেকে
ভুলে গেছো সেই মহাজন?

শেষ বেলাতে এসে সবাই
ভাসায় বুক চোখের জলে
পারের জন্য খুঁজলেও মাঝি
পায় না দেখা সময়কালে।

সময় থাকতে ভাবলে মনে
শেষ বেলাটার কথা
হাসতে-খেলতে লইবে বিদায়
রহিবে না আর কোন ব্যথা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments